| বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২০
চট্রগ্রাম এর জনপ্রিয় অনলাইন চ্যানেল হৃদয় টিভি গ্রুপের এডমিন প্যানেল এর বার্ষিক বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। চট্রগ্রাম এর হোটেল ড্রিম এর রুপ টপ রেস্টুরেন্টে হয় এ বার্ষিক বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হৃদয় টিভি চ্যানেল এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান তসলিম হাসান হৃদয়, সহ-সভাপতি সেলিনা রহমান, সাংবাদিক শাব্বির আহমেদ, লেখক ও সাংবাদিক কামরুল ইসলাম, ব্যবসায়ী গিয়াস সিকদার, কামাল হোসেন, নৃত্য শিল্পী আলমগীর বাবু, মৌ চৌধুরী, শিউলি বিশ্বাস, শাহাবুদ্দিন মনির সহ হৃদয় টিভি গ্রুপের এডমিন প্যানেল ও সদস্যরা।বনভোজন এর পাশাপাশি চ্যানেল এর সভাপতি মারুফ সিকদার ও চিফ এডমিন মনিরের জন্মদিন পালন করা হয়। সেই সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
হৃদয় টিভির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান তসলিম হাসান হৃদয় বলেন, চ্যানেল টি আজ ৩ বছর হতে চললো। চ্যানেল টি এই পর্যন্ত ৪০ টি নাটিকা, ম্যাগাজিন সহ বিভিন্ন সমাজ সচেতন কার্যক্রম হয়েছে প্রতেক টি কাজ ছিলো শিক্ষনীয় ও সমাজ সচেতন মূলক। তিনি আশা করেন সামনেও চ্যানেলে এমন শিক্ষনীয় কাজের পাশাপাশি সমাজ সেবামূলক কার্যক্রম চ্যানেল টিতে করে আসবে।
Posted ৫:০৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি