| সোমবার, ০৬ এপ্রিল ২০২০
নিজস্ব প্রতিবেদক
“ফুড ফর হাঙ্গেরী এ্যানিমেলস” স্লোগানকে সামনে রেখে মহামারী করোনায় ভাইরাসে খাদ্য সংকটে পড়া অভুক্ত প্রাণীদের কাছে খাবার পৌছে দিতে শুরু করেছে ইয়াংস্টার কমিউনিটি বাংলাদেশ নামের এক স্বেচ্ছাসেবী সংগঠন। রবিবার দুপুরে রাজধানী ঢাকা, খুলনা, পঞ্চগড়, ফরিদপুরে এসব অভুক্ত প্রাণীদের মুখে রান্না করা খাবার তুলে দেয় সংগঠনটি। সাধ্যমত সারাদেশের প্রতিটি জেলা-উপজেলা এ কার্যক্রম চালানো হবে বলে জানিয়েছেন স্বেচ্ছাসেবী এ সংগঠনটির উদ্যোক্তা শাহজাহান শাহীম।
সংগঠনটির অন্যতম উদ্যোক্তা আল মেহেদী ও এস কে দোয়েল জানান, করোনা ভাইরাসের কারণে মানুষের পাশাপাশি প্রাণীকুলও খাদ্য সংকটের মুখে। তাই খাদ্য সংকটে পড়া অবলা এ প্রাণিগুলোর মুখে খাদ্য পৌছানো প্রয়োজন মনে করে আমাদের এ উদ্যোগ। কারণ ওরা আমাদের সামাজিক ভারসাম্য রক্ষা করে, ওদের বাঁচিয়ে রাখা আমাদেরই কর্তব্য’। আমরা নিজেরা হয়তো সারাদেশে কার্যক্রম চালাতে পারবোনা, তবে আমরা এই আন্দোলনটা ছড়িয়ে দেয়ার প্রয়াস চালাচ্ছি সর্বাত্মকভাবে। আমাদের সাথে কাজ করছে পঞ্চগড়ের তেঁতুলিয়ার আহসান হাবীব, ঢাকার আফতাবনগর এরিয়ায় আল মাসুম, খুলনায় লিমন লস্কর, বয়রা এলাকায় রুবেল ও ফরিদপুরে উজ্জ্বল। এভাবেই “ফুড ফর হাঙ্গরী এনিম্যালস’ আন্দোলনটি সারাদেশে ছড়িয়ে পড়ুক। আমাদের এ কাজে যেকেউ অংশ নিতে পারেন বলে জানান এ দুজন উদ্যোক্তা।
খাদ্য সংকটে অভুক্ত প্রাণীদের খাদ্য সহযোগিতা করায় পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলুকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ইয়াংস্টার কমিউনিটি বাংলাদেশের উদ্যোক্তা শাহজাহান শাহীম। তিনি এভাবেই দেশের সকল জেলা-উপজেলা-ইউনিয়ন ও পৌরসভার জনপ্রতিনিধি, সমাজের বিত্তশালীদের করোনায় দূর্ভোগে মানুষদের পাশাপাশি প্রাণীদেরও খাদ্য ব্যবস্থা করার বিশেষ অনুরোধ জানান এ উদ্যোক্তা।
Posted ৩:০৪ পূর্বাহ্ণ | সোমবার, ০৬ এপ্রিল ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি