| শনিবার, ১৬ মে ২০২০
রাকিবুল হাসান আদমদিঘী(বগুড়া)প্রতিনিধি:
বর্তমানে বৈশ্বিক মহামারী করোনা আতঙ্কে রয়েছে পুরো বিশ্ব। বাংলাদেশেও করোনার ভয়াল থাবা পড়েছে বেশ কিছুদিন আগেই। গত ২৫ মার্চ থেকে দেশের অঘোষিতত লকডাউনের ফলে কর্মহীন হয়ে পড়েছে অনেক অসহায় মানুষ। আদমদিঘী উপজেলার সান্তাহার পৌর এলাকায়ও এ চিত্র দৃশ্যমান। পবিত্র মাহে রমজানে অসহায় মানুষগুলোর পাশে এসে দাড়ালেন সান্তাহার পৌর ছাত্রদলের নেতা সোহাগ।
চলমান এই সংকটে ছাত্রদল নেতা সোহাগ তার ব্যক্তিগত উদ্যোগে পৌর এলাকার প্রায় সহস্রাধিক মানুষের পাশে এসে দাড়ান। এ সময় ছাত্র নেতা সোহাগের উদ্যোগে ছাত্রদলের আরও অন্যান্য নেতা কর্মীদের সহযোগিতায় এসব উপহার সামগ্রী অসহায় মানুষদের বাড়ি বাড়ি গিয়ে পৌছে দেয়া হয়।
উপহার সামগ্রীতে ছিল আটা,তেল,চিনি,সুজি ও ছোলা বুট। উপহার সামগ্রী বাড়ি বাড়ি গিয়ে বিতরেনের সময় তারসাথে উপস্থিত ছিলেন পৌর ছাত্রদল নেতা লিটন, রাকিব, রকি, ৩নং ওয়ার্ড ছাত্রদলের রুবেল,বনি,সম্রাট,বিকাশ, কার্তিক সহ প্রমুখ ।
এ সময় ছাত্রদল নেতা সোহাগ বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আগামীর রাষ্ট্র নায়ক তারেক জিয়ার নির্দেশে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ায় হলো আমাদের লক্ষ্য। এবং এলাকাবাসীর সেবায় বিগত দিনেও ছিলাম বর্তমানেও আছি এবং ভবিষ্যতেও থাকব। মহান আল্লাহ্ তাআলা আমাদের প্রত্যেককেই এই মহামারী দূর্যোগের থেকে রক্ষা করুক আমরা প্রত্যেকেই সুস্থ থাকি।
Posted ১১:৫৩ পূর্বাহ্ণ | শনিবার, ১৬ মে ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি