| রবিবার, ১৩ অক্টোবর ২০১৯
প্রথম দৃষ্টি ডেস্ক : জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি রবিবার বেলগ্রেডের সাভা সেন্টারে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) এর ১৪১তম এসেম্বলিতে “ফোরাম অন উইমেন পার্লামেন্টারিয়ানস ” সভায় অংশ নিয়েছেন।
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি’র নেতৃত্বে বাংলাদেশ সংসদীয় প্রতিনিধিদলের সদস্য হাবিবে মিল্লাত এমপি, সুবর্ণা মুস্তাফা এমপি এবং শবনম জাহান এমপি অংশগ্রহণ করেন।
ফোরাম অব উইমেন পার্লামেন্টারিয়ানস এর সভাপতি সার্বিয়ার ডেপুটি স্পিকার গরদানা টমিচ এর সভাপতিত্ব আইপিইউ প্রেসিডেন্ট গ্যাব্রিয়েলা চুয়েভাস ব্যারন, সেক্রেটারি মার্টিন চুংগং ও সার্বিয়া পার্লামেন্টের স্পিকার ও ১৪১তম আইপিইউ সম্মেলনের প্রেসিডেন্ট মিজ মাজা গজকোভিচ সভায় বক্তব্য রাখেন।
সভায় ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস কমিটি’র রেপোর্টিয়ার হিসেবে “এ্যাচিভিং ইউনিভার্সেল হেলথ কাভারেজ বাই ২০৩০: দ্য রোল অব পার্লামেন্টস ইন এনসিওরিং দ্য রাইট অব হেলথ” সংক্রান্ত পেপারটি উপস্থাপন করেন হাবিবে মিল্লাত এমপি।
Posted ২:১৬ অপরাহ্ণ | রবিবার, ১৩ অক্টোবর ২০১৯
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি