| বৃহস্পতিবার, ০৭ মে ২০২০
শরীফুজ্জামান,বাসাইল(টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের বাসাইলে উপজেলা পরিষদের পক্ষ হতে সম্প্রতি আগুনে পোড়া ক্ষতিগ্রস্থ দুই পরিবারকে নগদ অর্থ সহয়তা প্রদান করা হয়েছে। বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম বৃহস্পতিবার দুপুরে তার নিজ অফিস হতে এই সহয়তা প্রদান করেন।
অর্থ সহয়তা হিসাবে উপজেলার বর্নি কিশোরি গ্রামের নজরুল ইসলাম এবং বাসাইল পশ্চিম পাড়ার ডলি আক্তারকে, ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা প্রদান করা হয়।
এবিষয়ে জানতে চাইলে উপজেলা চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম জানান, আগুনে পোড়ার খবর জানতে পেরে আমি দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিক ভাবে তাদের খাদ্য সহয়তা সামগ্রী পৌছে দিয়েছি। আজ আর্থিক সহয়তা প্রদান করা হলো। করোনা পরিস্থিতির এই সময়ে শুরু থেকেই বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে আমি সকলের পাশে রয়েছি।
উল্লেখ্য যে, গত ২৮ এপ্রিল বর্নি কিশোরি গ্রামের নজরুল ইসলামের বাড়িতে গ্যাস সিলিন্ডার থেকে এবং ০৩মে বাসাইল পশ্চিম পাড়ায় ডলি আক্তারের দোকানে শর্ট সার্কিট থেকে আগুন লেগে ব্যাপক ক্ষতি সাধিত হয়।
Posted ৩:২৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ মে ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি