| রবিবার, ২৬ জানুয়ারি ২০২০
আমি নারী – আমি ই পারি এই স্লোগান সাথে নিয়ে এগিয়ে যাচ্ছে বর্তমান নারীরা। তাদের কে পথ দেখিয়ে নিয়ে যেতে সাহায্য করে আরো কথিত কিছু সাফল নারী উদ্দোক্তা রা। তেমন একজন নারী উদ্দোক্তা সেলিনা রহমান। তিনি একাধারে শিক্ষকতা, অভিনয়, সাংবাদিকতা, ব্যবসা ও সংগঠন করে আজ দেশ ও দেশের বাহিরের জনপ্রিয় হয়ে আছে।
তিনি অরবিট ক্রেডিট স্কুল এণ্ড কলেজের সিনিয়র সহকারী শিক্ষিকা, অনলাইন চ্যানেল হৃদয় টিভি সহ-সভাপতি ও সবুজ পাতা ম্যাগাজিন সহ-সম্পাদক ও মোজাবের সদস্য হিসেবে আছেন। বর্তমান নারী সমাজ কে এগিয়ে নিয়ে যেতে তারদের মত বহু গূণাবলি সম্পন্ন মহিলার খুব দরকার। আজ সেলিনা রহমানের শুভ জন্মদিন। মোজাব ও সবুজপাতা পরিবারের পক্ষ হতে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন গুণগ্রাহীরা।
Posted ৭:৩৫ পূর্বাহ্ণ | রবিবার, ২৬ জানুয়ারি ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি