| সোমবার, ১৭ আগস্ট ২০২০
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার আটোয়ারী আইডিয়াল স্কুল এন্ড কলেজে মাসিক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) সকাল দশটায় প্রতিষ্ঠানটির হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অধ্যক্ষ নিতিশ চন্দ্র বর্মন নিরবের সভাপতিত্বে শিক্ষক ও শিক্ষার্থীদের অভিভাবকদের সমন্বয়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধান আলোচকের বক্তব্য দেন- প্রতিষ্ঠানটির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য মিজানুর রহমান।
তিনি তাঁর বক্তব্যে, জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদকের ছোবল থেকে সন্তানদের রক্ষায় অভিভাবকদের আরও মনোযোগী হওয়ার পাশাপাশি গুজব ও করোনা প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
স্কুরের সহকারি শিক্ষক বিপ্লব হোসেনের সঞ্চালনায় সভায় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন- প্রতিষ্ঠানটির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য রেজাউর করিম, উপদেষ্ঠা: আবুল হোসেন দুলাল, উপদেষ্ঠা: আসাদ রহমান তুহিন, সহকারি শিক্ষক সখিনা বেগম, সহকারি শিক্ষক চয়ন কুমার সেন, সহকারি শিক্ষক মো: বিপ্লব হোসেন, সহকারি শিক্ষক রুকসানা কলি, সহ সহকারি শিক্ষক মো: সবুজ আলী, সহকারি শিক্ষক ঝড়না আক্তার ও সহকারি শিক্ষক পলাশ দাস প্রমুখ।
সীমিত আকারে অভিভাবকবৃন্দের উপস্থিতিতে বক্তারা, আটোয়ারী আইডিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণ এবং মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে অঙ্গীকারবদ্ধ থাকার অঙ্গিকার করেন।
Posted ৪:৪৯ অপরাহ্ণ | সোমবার, ১৭ আগস্ট ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি