| বৃহস্পতিবার, ২১ মে ২০২০
বুলবুল আহমেদ, আদমদিঘী (বগুড়া)
বগুড়ার আদমদিঘীতে গত ২০ মে বুধবার দিবাগত রাতভর প্রচন্ড দমকা হাওয়া ও বৃষ্টির ফলে ক্ষেতের পাকা ধান,আম ও বিভিন্ন প্রকার সবজিসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। প্রচন্ড দমকা হাওয়া ও বৃষ্টির ফলে আদমদিঘী উপজেলার নিচু অঞ্চলের উঠতি পাকা বোরো ধান নিচের দিকে লুটিয়ে পড়লে তা জমিতে জমে থাকা বৃষ্টির পানিতে প্রায় ডুবে যায়। এবং পানিত সংস্পর্শে আশার ফলে বোরোধানের ব্যাপক ক্ষতি সাধিত হয়।
আদমদিঘীতে বোরো ধান কয়েকদি আগে থেকে কাটা শুরু হলেও মাঠে এখনো পড়ে আছে বেশিরভাগ ধান। করোনা পরিস্থিতিতে শ্রমিকের কিছুটা সঙ্কট থাকায় এবং ঝরো বাতাস-এর ফলে সমস্ত ধান মাটিতে লুটিয়ে পড়ায় দুশ্চিন্তায় রয়েছে কৃষকেরা। এছাড়াও কলা বাগান, আম ও সবজির ব্যাপক ক্ষতি হয়েছে।
প্রচন্ড দমকা হাওয়ার কারণে অনেক গাছের ডালপালা ভেঙ্গে পড়েছে এবং ঝড়ে পরেছে গাছের আম। ফসলের ক্ষতি হওয়ার ফলে কৃষকগণ চরম হতাশায় পড়েছে। কি পরিমাণ ক্ষয়-ক্ষতি হয়েছে তার সঠিক পরিমান জানা এই মূহুর্তে সম্ভব হয়নি।
Posted ১:৫৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২১ মে ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি