| বুধবার, ০৬ মে ২০২০
রাকিবুল হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘিতে এক ব্যক্তিকে দুইশত টাকা জরিমানা করেন ভ্রম্যমান আদালত এবং ভ্রম্যমান আদালতের এই সরকারী কাজে বাধা দেওয়ায় অপর ব্যক্তিকে ১৫ দিনের জেল দিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবা হক। গতকাল ০৬ মে মঙ্গলবার সন্ধ্যায় আদমদিঘী উপজেলা বাজারে খাবার হোটেলের মালিক মজনুকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী করায় ভ্রম্যমান আদালত কর্তৃক জরিমানা করা হয় ও উক্ত সময় এই সরকারী কাজে বাধা দেওয়ায় মকবুল হোসেন নামের এক অপর ব্যক্তিকে ১৫ দিনের জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের হাকিম।
জানাযায়, আদমদীঘির উপজেলা বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার সময় মজনুর হোটেলে অস্থাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী করায় তাকে ভোক্তা অধিকার আইনে জরিমানা করেন। এসময় ওই ব্যক্তির ভাই মকবুল হোসেন খাবার ফেলে দিয়ে চিৎকার ও অসৎ আচরণ করে বাধা সৃষ্টি করায় তাকে ১৫ দিনের সাজা দেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা হক বিষয়টি নিশ্চিত করেন।
Posted ১২:২৪ অপরাহ্ণ | বুধবার, ০৬ মে ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি