রাকিবুল হাসান, আদমদীঘি (বগুড়া) | বুধবার, ১৪ অক্টোবর ২০২০
বগুড়ার আদমদীঘিতে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে মজুত করে রাখা সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ২৬৪বস্তা চাল জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দিবাগত রাত ৪টায় উপজেলার সান্তাহার ইউনিয়ন ছাতনী হেলালিয়া বাজারে বেলাল হোসেনের শুদাম থেকে পাচারের কালে চাল গুলো জব্দ করা হয়। এঘটনায় ডিলার বেলাল হোসেন পলাতক থাকায় তাকে আটক করতে পারেনি পুলিশ।
জানাযায়, সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের ২৬৪বস্তা চাল মঙ্গলবার দিবাগত রাতে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে অন্যত্র সরিয়ে নেওয়ার কালে স্থানীয় জনতা চালগুলো জব্দ করে পুলিশকে খবর দেয়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাহবুবা হককে বিষয়টি অবগত করেন। আজ বুধবার সকালে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাহবুবা হক হেলালিয়া হাটে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে খাদ্য বিভাগের সিলমোহর যুক্ত ৩০কেজি ওজনের ২৩৪বস্তা ও ৫০কেজি ওজনের ৩০বস্তা চাল জব্দ করে হেফাজতে নেন।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাহবুবা হক বলেন, এ বিষয়ে আদমদীঘি থানায় ডিলার বেলাল হোসেনের নামে নিয়মিত মামলা দায়ের হবে।
Posted ১:১২ অপরাহ্ণ | বুধবার, ১৪ অক্টোবর ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি