| বুধবার, ১৩ মে ২০২০
মহুয়া জান্নাত মনি,রাঙামাটি প্রতিনিনিঃ
রাঙামাটিতে করোনা আক্রান্ত প্রথম চারজনের রিপোর্ট দ্বিতীয় পরিক্ষার ফলাফলে নেগেটিভ আসার পর এইবার ২৪ঘন্টা না পেরোতে আবারো রাঙামাটি সদর হাসপতালের একজন স্টাফ নার্স করোনায় আক্রান্ত হয়েছেন।
মঙ্গলবার (১২মে) দিনগত রাতে এমন তথ্য নিশ্চিত করেছেন, রাঙামাটি সিভিল সার্জন সার্জন কার্যালয়ের করোনা ইউনিউটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা: মোস্তফা কামাল।
ডা: মোস্তফা বলেন, মঙ্গলবার রাতে চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়ের ব্রিফিং থেকে বিষয়টি আমরা নিশ্চিত হতে পেরেছি। তবে এখনো বিস্তারিত রিপোর্ট আমাদের হাতে এসে পৌছায়নি।
ডা: মোস্তফা জানান, যে নার্স করোনা আক্রান্ত তিনি হোম আইসোলেশনে আছেন রাত থেকেই। তবে তিনি সুস্থ্য আছেন। আগে আক্রান্ত নার্সের সংস্পর্শে যাওয়ার কারণে তিনি আক্রান্ত হয়েছেন বলে ডা: মোস্তফা যোগ করেন।
Posted ৩:৪৮ পূর্বাহ্ণ | বুধবার, ১৩ মে ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি