| সোমবার, ১৭ আগস্ট ২০২০
লেখকঃ আমিনুর ইসলাম
ওই কে হাকে বিশ্বটাকে, জোড়ায় জোড়ায় আয় ছুটে আয়,
ওই যে নেতা যাচ্ছে হেঁটে পায়ের ধূলোয় আগুন মাখায়।
দেখ রে তারা ছন্নছাড়া বেতাল হয়ে বন্ধু হারা স্বদেশ ছাড়া সংকটে,
দিচ্ছে পাড়ি ফেল উপাড়ি দেশদ্রোহীর মাথার বেড়ি
দে’রে আবার জ্বালাও আগুন
পুড়িয়ে ফেল এই হিংস্র সেগুন।
চলরে এবার শহীদ হবার
মৃত্যু হাতে ঠিক প্রাতে,
মায়ের কোলে ফিরবো আবার
গর্বকরে মাতৃকারে বলবো সবে অকাতরে
শত্রু মুক্ত দেশ হাতে।
মৃত্যুকে আজ কিসের ভয় নেতার নীতির সম্মুখে
বিশ্বজয়ী তুমিই হবে শত্রু পিষে বন্দুকে।
কারাগৃহ ভাঙ্গরে এবার চলরে সবে বন্ধুদল
মায়ের কোলে ফিরিয়ে দেব আর্তনাদের অশ্রুজল
মারবো এবার খেলবো হলি মৃত্যুপথে কিসের ডর
দেশমাতৃকা বিকেয়েছে যারা- তাদের তনু দগ্ধ কর।
মার্চ থেকে ওই ডিসেম্বরে তর্জনী আর গায়ের জোরে
রক্তহলি আগুন করে
গড়লো যারা সোনার দেশ,
লাখপ্রাণে আত্মদানে
রক্ত সিক্ত অশ্রু বানে
শোকের ঝরে মর্মগানে
মোদের সোনার বাংলাদেশ।
Posted ৫:০২ অপরাহ্ণ | সোমবার, ১৭ আগস্ট ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি