| বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০
নিজেস্ব প্রতিবেদক :
মুক্তিযোদ্ধা ওমর আলী শেখ ও তাঁর মেয়ে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের ওপর হামলার প্রতিবাদে ও এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় উপজেলার চৌরাস্তা বাজারের পঞ্চগড়- তেঁতুলিয়া-বাংলাবান্ধা মহাসড়কে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়।
মানববন্ধনে উপজেলার শতাধিক বয়োজ্যেষ্ঠ মুক্তিযোদ্ধা অংশ নেন। প্রায় ঘন্টা ব্যাপী ওই কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড যুগ্ন আহবায়ক মো আ. রাজ্জাক।
এ সময় বক্তব্য দেন সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার কাজী মাহাবুবুর রহমান ও মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার বশির আলমসহ উপজেলার মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা সন্তানরা।
মানববন্ধনে বক্তারা বলেন, ইউএনও ও মুক্তিযোদ্ধার ওপর হামলার ঘটনায় কয়েকজন গ্রেফতার হলেও প্রকৃত ঘটনা নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। কেবলমাত্র চুরির উদ্দেশ্যেই নয় বরং জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও তার মেয়েকে ইউএনও ওয়াহিদাকে পরিকল্পিতভাবে হত্যা করতেই এ হামলা চালানো হয়েছে। এতে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
Posted ৯:৪০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি