তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি : | রবিবার, ২৫ জুলাই ২০২১
করোনায় আক্রান্ত রোগীদের জরুরি প্রয়োজনে অক্সিজেন সেবা পৌঁছে দিতে তেঁতুলিয়ায় ইউনিয়ন পর্যায়ে অক্সিজেন ব্যাংকের উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকেলে উপজেলা করোনা প্রতিরোধ কমিটি, উপজেলা প্রশাসনের পৃষ্ঠপোষকতায় এবং উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের সহযোগিতায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে ‘অক্সিজেন ব্যাংকের’ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ও নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা।
এ সময় ৭টি ইউনিয়নের মাঝে চেয়ারম্যান ও সচিবদের হাতে অক্সিজেন সিলিন্ডার ও পালস অক্সিমিটার বিতরন করা হয়। বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. আবুল কাশেম, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সচিবগণ ।
উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু ও নির্বাহী কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহা বলেন, আমরা করোনা প্রতিরোধে সরকারি নির্দেশনা অনুযায়ী সার্বক্ষণিক দায়িত্বে রয়েছি। করোনা রোগীদের জন্য অক্সিজেন গুরুত্বপূর্ণ একটি উপাদান। সময়মতো অক্সিজেন একজন রোগীর যেমন জীবন বাঁচতে পারে, আবার অক্সিজেনের অভাবে একজন রোগীর জীবনহানিও ঘটাতে পারে। সেদিক চিন্তা করে উপজেলার সাতটি ইউনিয়নের প্রান্তিক পর্যায়ে অক্সিজেন সেবা প্রতিটি ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে সহজে জনগণের দোর গোড়ায় পাওয়া যাবে। এরূপ স্থান হিসেবে কমিউনিটি ক্লিনিক ও ফার্মেসীতে অক্সিজেন সিলিন্ডার সমূহ রাখা হয়েছে।
Posted ১:৪৩ অপরাহ্ণ | রবিবার, ২৫ জুলাই ২০২১
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি