ইভা আলমাস | রবিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২১
রাঙিয়ে দাও রূপালী এ জীবন
ধুয়ে দাও সব কৃষ্ণকাল
গাঢ় সবুজের আচ্ছাদনে
তোমার হিরন্ময় ছোঁয়ায়
ভরিয়ে দাও আজ আমায় ,
হোক সে ক্ষণকালের তরে
দেখো অনুভূতি কী
নিদারুণ তৃষ্ণায় !
ভরা ফাল্গুনী এসেছে আজ
পলাশের শরীর বেয়ে
রক্তের ঝরে পড়া প্রপাত
নৈশব্দের উচ্চারণে চঞ্চল
খাল বিল জলাশয়ে উল্লাসিত
নবীন যৌবন
অতসী লাবনী আলোর ঝলকে
দোল খায় বাতাসের প্রাণ ।
ভালবাসার পথে কাঁটা আছে জানি এবং মানিও তা
না মানার ছলে
তাইতো ভালবাসার জলকেলিতে
মেতে উঠবো দুজনে
ডানে বায়ে তাকাবার সময়
নেই আজ
দেখো চেয়ে প্রেমাপাতে
নারী-পুরুষ কেমন কামাদ্র !
বিরহী সাময়িকী প্রেমাক্ষর
সেও আজ বহির্ভূত ।
এসো তবে , এই ফাল্গুনে দুজনের মান অভিমানে ছেদ ফেলে
ভালবাসার গান গাই
যে গানে আকাশের নীল , বনের সবুজ আর হৃদয়ের ধূসরতা মিলেমিশে হবে একাকার…
লেখক : কবি
১৩ ফেব্রুয়ারি
উত্তরা, ঢাকা।
Posted ২:৩২ পূর্বাহ্ণ | রবিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২১
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি