| মঙ্গলবার, ১২ মে ২০২০
মামুনুর রশিদ,ত্রিশাল :
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় কোভিড ১৯ পরিস্থিতি মোকাবিলা করার লক্ষে সংসদ সদস্যর নির্দেশে মাঠে কাজ করছে ত্রিশাল উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। ত্রিশাল উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান মাহমুদ বলেছেন আমরা ত্রিশালে করোনা ভাইরাস পরিস্থিতির প্রথম থেকে খাদ্য সামগ্রী বিতরণ করছি। তিনি খাদ্য সামগ্রী বিতরণ কালে হতদরিদ্র মানুষের উদ্দেশ্য বলেন এটা এাণ নয় দান নয়,এটা সংসদ সদস্য হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানীর উপহার। এই দুর্যোগ মুহূর্তে মানুষ মানুষের পাশে থাকতে হবে। উপজেলা ছাত্র লীগের সভাপতি হাসান মাহমুদ গতকাল রাতে ত্রিশাল উপজেলার বালিপাড়া ইউনিয়নের ১ ও ৩ নং ওয়ার্ডের হতদরিদ্র মানুষের নিকট খাদ্য সহয়াতা দেন। তিনি আরো বলেন করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবিলা করতে সবাইকে সরকারের দেওয়া নির্দেশনা মেনে আরো সাবধান ও সচেতন হতে হবে। সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে চলতে হবে। হাসান মাহমুদ জানান, করোনা পরিস্থিতি যেত দিন থাকবে তত দিন সংসদ সদস্য হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানীর ব্যক্তিগত উদ্যোগে আমরা অসহায়দের নিকট খাদ্য সামগ্রী উপহার দিব। এখনও হতদরিদ্র ও অসহায়দের মাঝে খাদ্য সহয়াতা দেওয়া অব্যাহত রয়েছে। বালিপাড়া এলাকায় খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা ছাত্রলীগের সহ- সভাপতি শফিউল্লাহ মোস্তফা মনির,ত্রিশাল পৌর ছাত্রলীগের সভাপতি মনোয়ার হোসেন সরকার,উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অভি মীর,আমিরুল ইসলাম, শরিফুজ্জামান সজিব,রাশেদুজ্জামান রাশেদ,শান্ত সরকার সহ উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।
Posted ২:৫৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১২ মে ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি