| রবিবার, ০৩ মে ২০২০
করোনা দুর্যোগ মোকাবেলায়, ভোলা বোরহানউদ্দিন উপজেলা,বোরহানগঞ্জ চারটি ও শিকদার হাট দুইটি সর্বমোট ছয়টি দোকানের চলিত বছরের এপ্রিল মাসের ভারা মওকুফ করলেন, দোকানের মালিক মোঃ নাঈম শিকদার। তিনি বোরহানউদ্দিন উপজেলা কাচিয়া ইউনিয়নের উত্তর শাখা ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক। বিশেষ বিবেচনায় চলিত মাসের ভারাও মৌকুফ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
এ ব্যপারে জানতে চাইলে তার বাবা নওয়াব সিকদার বলেন, যে এই মহামারিতে অর্থনৈতিক সংকটকালে আমারা যদি সকলে, নিজ নিজ সামর্থ মত শ্রমজীবি মানুষের পাশে দাড়াই তবে এ অর্থনৈতিক সংকট মোকাবেলা করা সম্ভব, ইনশাআল্লাহ্।
করোনা মহামারির এ সময়ে এক মাসের ঘর ভাড়া মওকুফ করে মানবিকতার ব্যতিক্রমী উদাহরণ গড়েছেন ঘর মালিক নাঈম। নিম্ন ও মধ্যবিত্ত মানুষের কথা চিন্তা করে ভাড়া মওকুফ করা হয়েছে বলে জানান তিনি। দেশের এই দুর্যোগ মুহূর্তে দোকান মালিকের এই উদারতা দেখে খুশি দোকানের ভাড়াটিয়া গণ।
Posted ৩:৫৫ অপরাহ্ণ | রবিবার, ০৩ মে ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি