| শুক্রবার, ১০ জানুয়ারি ২০২০
তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি:
ঐতিহ্য,সভ্যতা,সংস্কৃতি,প্রত্নতত্ব নিদর্শন ও গুরুত্বপূর্ণ স্থানে হিসেবে এবার হিমালয়ের কোলঘেষা বাংলাদেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাংলাদেশ টেলিভিশনের দর্শক নন্দিত ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির নতুন পর্বের চিত্রায়ণ করা হবে।
জানা গেছে,আগামী ১৭ জানুয়ারি, ২০২০ খ্রিস্টাব্দ তারিখ শুক্রবার বিকাল ৫.০০টা থেকে রাত ১০.০০টা পর্যন্ত তেঁতুলিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বিটিভি’র দর্শক নন্দিত ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি’র এবারের পর্বটি ধারণ করা হবে। সে উপলক্ষ্যে বিদ্যালয়ের মাঠে মঞ্চ নির্মাণ এবং অন্যন্য বিষয়ের জন্য প্রশাসনের নিকট অনুমতি চাওয়া হয়েছে ।
এদিকে, দর্শক উপস্থিতিতে এই অনুষ্ঠানের চিত্র ধারণ করা হবে বলেও খবর পাওয়া গেছে।
Posted ৩:৪৬ পূর্বাহ্ণ | শুক্রবার, ১০ জানুয়ারি ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি