অনলাইন ডেস্ক | মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১
এবার করোনার টিকার বুস্টার ডোজ ৬০ বছরের বেশি বয়সী ব্যক্তিদের দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তাছাড়া নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত দেশগুলো থেকে আগতদের বাধ্যতামূলকভাবে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হবে।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে আয়োজিত করোনার নতুন ধরন ‘অমিক্রন’ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আয়োজিত এক সভা শেষে সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, ওমিক্রন শনাক্ত হওয়া আফ্রিকা মহাদেশ থেকে গত একমাসে দেশে আসা ২৪০ জনের কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছে না। দুঃখের বিষয় তাদের ফোনও বন্ধ।
জাহিদ মালেক আরও বলেন, ডেল্টা ভ্যারিয়েন্টের চেয়ে করোনার নতুন ধরন ওমিক্রন বেশি ঝুঁকিপূর্ণ। ওমিক্রনের সংক্রমণ রোধে সরকার সতর্ক অবস্থানে রয়েছে।
Posted ১০:১৯ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি