| বুধবার, ১৫ এপ্রিল ২০২০
মামুনুর রশিদ, ত্রিশাল :
নোভেল করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবিলা করতে এলাকার হতদরিদ্র মানুষের নিকট খাদ্য সামগ্রী দেওয়ার নির্দেশ দিয়েছেন জাতীয় সংসদ সদস্য ও ময়মনসিংহ(৭) ত্রিশাল আসনের এমপি হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী।
এমপি রুহুল আমিন মাদানী নির্দেশে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা ত্রাণ বিতরণে অংশগ্রহণ করে।ছাত্রলীগের নেতাকর্মীরা ত্রিশাল পৌর শহর এলাকায় রাতে বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ বিতরণ করেন। জানা যায় সোমবার রাতে ত্রিশাল পৌরসভার ৬ নং ওয়ার্ডের নওধার এলাকায় বাড়ি বাড়ি ঘুরে হতদরিদ্র মানুষের নিকট খাদ্য সামগ্রী দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন ত্রিশাল পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান চানু,উপজেলা ছাত্রলীগের সভাপতি হাছান মাহমুদ, সাধারণ সম্পাদক ইমরান হোসেন, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি শফিউল্লাহ মোস্তফা মনির, পৌর ছাত্রলীগের সভাপতি মনোয়ার হোসেন,কাউন্সিলর দুলাল মন্ডল, আতিকুল ইসলাম, হুমায়ুন কবির, আবুল খায়ের প্রমুখ।
Posted ৫:০৫ পূর্বাহ্ণ | বুধবার, ১৫ এপ্রিল ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি