| বুধবার, ১৯ আগস্ট ২০২০
কবিঃ শারমিন জাহান স্বর্গ প্রধান
নারী তুমি চাইলে তবে
সবকিছু ভিন্ন হবে,
ছিন্ন সম্পর্কের মিলন হবে
মতামতগুলো পাল্টে যাবে!
বিশ্বাসগুলো দৃঢ় হবে
ভাঙ্গা হৃদয় জোড়া বাঁধবে,
ভুলগুলো সব শুধরে যাবে
নতুন করে বাঁচতে শিখবে!
নারী তুমি চাইলে তবে
পুত্রবধু কন্যার রুপ নিবে,
বৃদ্ধাশ্রমগুলো বন্ধ হবে,
রক্তের সম্পর্ক তৃপ্তি পাবে!
নারী তুমি চাইলে তবে
বসুমতি নতুন রুপ নিবে,
সংগ্রামী সন্তান জন্ম নিবে,
অন্যায় এর প্রতিবাদ হবে!
উপরিস্থ মাথায় চলবে সে যে দেশের কল্যানে!
মৃত্যুর ভয় পরাজিত করে
সমগ্র বিশ্ব জয়ের আমোদে
রক্তমাখা কলবরে জয়ের হাসি হেঁসে,
নুয়ে পরবে, না ফেরার দেশে!
Posted ৪:৩২ অপরাহ্ণ | বুধবার, ১৯ আগস্ট ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি