| বুধবার, ১৯ আগস্ট ২০২০
কবিঃ মোঃ আমিনুর ইসলাম
মৃত্যুর মতো এত শোভনীয় এত সুন্দর আর কি হতে পারে
যদি বিশ্বাসের দরজায় অজানা কোন সত্যের নৃশংসতা খেলা করে
যদি পৃথিবীর দরজায় নেমে আসে
অতৃপ্ত ছায়া
যদি মানুষের দেহে বাস করে পৈশাচিক আত্মা
যদি ধ্বংস হয় হৃদয়ের মন্দির
তাহলে মৃত্যুকে বরণ করে নাও হে পথিক
তোমার নামে ক্ষমার মিছিল নামবে
তোমার নামে শ্লোগান হবে চিরদিন
মৃত্যুকে আপন করে নেওয়ার পর
সবাই তোমার প্রসংসায় আরও প্রতিবাদী হবে
জানাযায় উচ্চস্বরে বলে উঠবে কোন কণ্ঠ, সেই কণ্ঠ
যে শুনেনি তোমার আর্তনাদ।
তুমি মৃত্যুর খুব কাছাকাছি এসে
ভুলে যাবেই
ক্রমাগত ভাসছে মায়ের বুক
বাবা শেষবার চোঁখের দায়িত্বে তোমাকে কিনে দেবে বেহেস্ত
প্রিয়তমা শেষবার লিখবে উড়োচিঠি
বন্ধুরা কোন আয়োজন করে ভুলে যাবে তোমায়
তুমি মৃত্যুর খুব কাছাকাছি এসে সবকিছুই ভুলে যাবে।
ভাবতে পারো – কতদিন জ্বলবে, ঠিক কতদিন পুড়বে দায়িত্বের কাছে হেরে যাওয়া চন্দন কাঠে
তুমি ভরসার বুকে কতদিন, ঠিক কতদিন নামাবে পাহাড়।
যে তোমায় বোঝেনি কোনদিন
যে তোমায় মেরে ফেলেছে মৃত্যুর আগেই
যে তোমার ইন্দ্রকে বলি দিয়েছে ইচ্ছা অনিচ্ছায়
তাকে তুমি খুশি করবে কি দিয়ে
পৃৃথিবী বেঁচে থাক,সত্য মরে গিয়ে
এর চেয়ে নিজের মৃত্যু কামনা কর
স্বার্থপর পৃথিবীর স্বার্থকে কেন্দ্র করে
তুমি মিছেই খুজবে প্রেম, ভালোবাসা,স্নেহ
থামাও এসব শান্ত হও
এর চেয়ে বরং মৃত্যুবরণ করো
মৃত্যুবরণ করো
মরে গিয়ে বুঝবে তুমি
অন্ধকার, ঠিক অন্ধকার কত বড়!!
Posted ৪:০৪ অপরাহ্ণ | বুধবার, ১৯ আগস্ট ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি