| মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২০
কবিঃ মোঃ নূর জামাল
এসো এসো ওহে মুজিব
এইনা ধরায়,
আরেক জনম দেয় যেন
তোমাকে বিধাতায়।
তুমি ছিলে বাংলার মাঝে
প্রথম সম্রাট,
জাতির লাইগা পেলে মুজিব
কতইনা আঘাত।
বিশ্ব মাঝে বাঙালিরা
পেয়েছে সম্মান।
তুমি শ্রেষ্ঠ তুমি মহান,
শেখ মুজিবুর রহমান।
বঙ্গবন্ধু ইন্দ্রীরা গান্ধীর
একটাই ছিলো মন,
পরিচালন করলেন গান্ধী
একাত্তরের রণ।
ভারতেরি লাখো সেনা,
দিয়েছিলো প্রাণ।
তুমি শ্রেষ্ঠ তুমি মহান
শেখ মুজিবুর রহমান।
সে কালের শেখ আওয়াল ছিলো
প্রখ্যাত দরবেশ,
বায়েজিদ বোস্তামির সাথে
এলেন বঙ্গদেশ।
বঙ্গবন্ধু শেখ মুজিব
দরবেশের খানদান।
তুমি শ্রেষ্ঠ তুমি মহান
শেখ মুজিবুর রহমান।
Posted ৫:২৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি