সারমিন হাসি | মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১
যদি প্রশ্ন করো, কি চাই আমি…?
নির্দ্বিধায় বলবো কবিতা হতে চাই…
মেধা ও মননের সবটুকু নির্যাস নিয়ে
অন্তরে সঞ্চিত সবটুকু প্রেম ঢেলে দিয়ে
অনুভূতির সবটুকু রঙে রাঙিয়ে
কবিতার সৃষ্টি তাই…
আমি কবিতা হতে চাই।
আবার যদি প্রশ্ন করো, কেন কবিতা হতে চাই…?
নির্বিঘ্নে বলবো আমি অবলিলায়…
কবিতায় থাকে তব গভীর মনোনিবেশ
কবিতায় শুরু প্রেম কবিতায় শেষ
ছন্দ সুরে জড়িয়ে থাকে গহীন আবেশ
বেঁচে থাকার প্রেরণা তাই…
আমি কবিতা হতে চাই।
তারপরও যদি প্রশ্ন করো, কতটা সুখ তাতে?
শতভাগ আত্মবিশ্বাস নিয়ে বলবো আমি…
হৃদয়ের স্পন্দনে কবিতার আধিপত্য
কবিতার ভালোবাসা অম্লান চির সত্য
কবিতাই শক্তি, চিন্তা চেতনা হয় জাগ্রত
ফুটে উঠে সমাজের চিত্র
তাই আমি কবিতা হতে চাই।
নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া, ১৯/১০/২০২১ ইং
Posted ২:৪৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি