| সোমবার, ১৩ জুলাই ২০২০
জাহাঙ্গীর আলম ,ত্রিশাল, ময়মনসিংহ : ময়মনসিংহ জেলার ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বিএনপির প্রভাবশালী নেতার ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে নিম্নমানের কাজ,বাস্তবায়নে সময়ক্ষেপন করে অর্থ অপচয়, নির্ধারিত সময়ে শিক্ষার্থীদের আবাসিক হল বুঝিয়ে না দিয়ে শিক্ষার্থীদের ভোগান্তিতে ফেলে ক্যাম্পাস অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। সোমবার দুপুরে ক্যাম্পাসে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ফার্জিনা ডলি, আব্দুল করিম জিয়া, শাহিন হোসেন আকন্দ, আশরাফুজ্জামান পারভেজ, নাঈমুর রহমান দুর্জয় প্রমুখ।
শিক্ষার্থীদের দাবিগুলো হচ্ছে :-
১। ৭ দিনের মধ্যে নিম্ন মানের কাজ ও সময়ক্ষেপণের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত ও রিপোর্ট পেশ।
২। আগামী ১৫ দিনের মধ্যে হল গুলো বুঝিয়ে দেয়ার মুচলেকা দিতে হবে অন্যথায় সকল কাজ বন্ধ করে দেয়া হবে।
৩। এলেমেলো ও পরিবেশ ধ্বংসকারী মাস্টার প্ল্যান পরিবর্তন করে শিক্ষার্থীদের সমর্থন নিয়ে সুপরিকল্পিত প্ল্যান গ্রহণ করতে হবে।
৪। বঙ্গবন্ধুর ভাস্কর্য ডেকে যায় বা আড়াল হয় এমন কোন স্থাপনা করা যাবেনা ।
৫। নবনির্মিত গেস্ট হাউজের স্থান পরিবর্তন ।
৬। মসজিদের কাজ দ্রুত শুরু ।
৭। ঠিকাদারদের সাথে যোগসাজশ ও অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগ উঠায় বিশ্ববিদ্যালয়ের DPD হাফিজের বিরুদ্ধে দ্রুত তদন্ত কমিটি গঠন ও ব্যাবস্থা করতে হবে।
Posted ১০:৫৭ পূর্বাহ্ণ | সোমবার, ১৩ জুলাই ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি