| মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২০
এবার করোনাভাইরাসের থাবায় চীনের উহানের উচ্যাং হাসপাতালের পরিচালক লিউ ঝিমিং মারা গেছেন।
মঙ্গলবার সকাল ১০ টা ৩০ মিনিটে তিনি মারা গেছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে এ কথা জানানো হয়েছে।
করোনাভাইরাসের বিরুদ্ধে অন্যান্য চিকিৎসক-নার্সদের সঙ্গে নিরলস কাজ করে যাচ্ছিলেন লিউ ঝিমিংও। এ লড়াইয়ে নেতৃত্বে থেকে সবাইকে প্রেরণা দিচ্ছিলেন তিনি। প্রাণঘাতী ভাইরাস বস করলো তার শরীরকেও। এই ভাইরাসের সঙ্গে লড়াই করে অনেককে সুস্থ করে তুললেও হেরে গেলেন তিনি।
চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। লিউ’র মৃত্যুতে ভেঙে পড়েছেন তার সহকর্মী চিকিৎসকরা।
Posted ৭:৩৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি