| শনিবার, ০৯ মে ২০২০
খেলাধুলা ডেস্ক:
করোনা ভাইরাসের ভয়াল থাবা থেকে রক্ষা পাচ্ছে না কেউ। বিশ্বব্যাপী বিভিন্ন পেশাজীবীরা আক্রান্ত হয়ে পড়ছে এই মরণঘাতী ভাইরাসে। এবারে করোনা ভাইরাস আঘাত হানলো দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে। আক্রান্ত হলেন প্রটিয়া অলরাউন্ডার সলো কুইনি।
তিনি এর আগেও দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন, সেখান থেকে লড়াই করে কিছুটা সুস্থ হলেও শেষমেষ আক্রান্ত হলেন করোনায়।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজের শরীরে কোভিড-১৯ পজিটিভ হওয়ার খবরটি কুইনি নিজেই জানিয়েছেন।
টুইট বার্তায় কুইনি লিখেন, ‘গতবছর আমি গুইলান বেয়ার সিন্ড্রোমে আক্রান্ত হলাম। দশ মাস ধরে এটার সঙ্গে লড়াই করছি। সুস্থ হওয়ার মাঝপথে আমার যক্ষ্মা হলো, আমার লিভার এবং কিডনি ফেইলিউর দেখাল। আর আজকে আমি করোনাভাইরাসেও পজিটিভ শনাক্ত হলাম। আমি জানি না, সবকিছু কেন আমার সঙ্গেই হয়।’
একের পর এক অসুস্থ হয়ে পড়লেও কুইনির এজেন্ট রব হাম্পরিস বেশ আশাবাদী ২৬ বছর বয়সী এই অলরাউন্ডারের দ্রুত ফিরে আসার ব্যাপারে।
রব আশা প্রকাশ করে গণমাধ্যমে বলেন,’আমি ওর (কুইনির) ফিরে আসার ব্যপারে বেশ আশাবাদী। আগেও ও অনেক রোগের সাথে লড়েছে এবং ফিরেও এসেছে। ওর মানসিক শক্তি অনেক বেশি। আমি নিশ্চিত শীঘ্রই সে কভিড-১৯ এর সাথে লড়াই করে জিতে আসবে।’
কুইনি ৩৬টি প্রথম শ্রেণি, ৪৪টি লিস্ট ‘এ’ এবং ৩৪ টি-টোয়েন্টি ম্যাচ খেলেলেও এখন পর্যন্ত জাতীয় দলে খেলার সুযোগ পায়নি।বিশ্বের তৃতীয় ক্রিকেটার হিসেবে করোনা ভাইরাসে আক্রান্ত হলেন কুইনি। এর আগে পাকিস্তানের জাফর সরফরাজ এবং স্কটল্যান্ডের মাজিদ হক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। এর মধ্যে জাফর সরফরাজের মৃত্যু হয়েছে।
Posted ৮:৫৯ পূর্বাহ্ণ | শনিবার, ০৯ মে ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি