| বুধবার, ০৪ মার্চ ২০২০
অনলাইন ডেস্ক
সরকারের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) জানিয়েছে, যাত্রী যাতায়াতের দিক থেকে এখন প্রাণঘাতী করোনা ভাইরাসের উচ্চ ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ।
বুধবার দুপুরে নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
আইইডিসিআর জানায়, ইতালি, দক্ষিণ কোরিয়া, জাপান ও কুয়েতের যাত্রীরা করোনা মুক্তির মেডিকেল সার্টিফিকেট ছাড়া বাংলাদেশে প্রবেশ করতে পারবেন না।
এখন পর্যন্ত দেশে কোন করোনা আক্রান্ত ব্যক্তি নেই বলে জানায় আইইডিসিআর।
এছাড়াও, ভাইরাসটি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে আশ্বস্ত করেন তিনি।
Posted ১১:২৩ পূর্বাহ্ণ | বুধবার, ০৪ মার্চ ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি