| শনিবার, ০২ মে ২০২০
করোনার দুই বীর সৈনিক
আবু নাসের সিদ্দিক তুহিন
নাসরিন নাজ, জিএম স্পর্শ মানবতার সৈনিক,
সকাল থেকে রাত অবধি
কাজ করে যান দৈনিক।নাসরিন নাজ রংপুর হতে স্পর্শদি দেব আটা,
মানবতার জন্য তারাই উজ্জীবিত সেবাটা।করেন প্রচার পাড়ায় পাড়ায় খুব সচেতন বার্তায়,
দুরত্ব আজ মানব সেবায় নিয়মকানুন মাত্রায়।কর্মহীনের পাশেই তারা খাবার বিলী করেন,
দায় বোধ কি সবার আছে
তাদের মতো লড়েন।নিবেদিত যোদ্ধা তারাই
আসল সেবক তারা,
মানবতার স্বেচ্ছাসেবক বিপদ জেনেই খাড়া।কে বিপদে, চিকিৎসা কার
রক্ত কাদের লাগে,
জানলে বিপদ নিজের দায়ে পাবেন তাদের আগে।সেলুট জানাই মানব সেবক যোদ্ধা স্মরণ কালের,
আমরা সবাই রাখবো মনে
করোনা বিশ সালের।
Posted ২:৩৮ অপরাহ্ণ | শনিবার, ০২ মে ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি