তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি : | শনিবার, ০৩ জুলাই ২০২১
প্রাণঘাতি করোনা ভাইরাস সংক্রমণ মোকাবেলায় কঠোর লকডাউনে গত তিনদিনে পরিচালিত অভিযানে ৪৬ ব্যক্তিকে অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। সেই সাথে কঠোর লকডাউনে মাঠে সর্বাত্মকভাবে কাজ করছে উপজেলা প্রশাসন ও মডেল থানা পুলিশ। সরকারি দেয়া বিধি লঙ্ঘন করে যারা চলছেন, তাদেরকে গুনতে হচ্ছে জরিমানা।
শনিবার (৩ জুলাই) বিকেলে শালবাহানহাট,বুড়াবুড়ি ও কালান্দিগঞ্জ বাজারে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি না মানার দায়ের ৪টি মামলায় ৭ জন ব্যক্তিকে অর্থদন্ডাদেশ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দ্র সাহা।
অপর দিকে দুপুরে শালবাহান হাটে স্বাস্থ্যবিধি না মানার দায়ে ১২টি মামলায় ১২ জন ব্যক্তিকে অর্থদন্ড প্রদান করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদুল হক ।
উপজেলা প্রশাসন জানায়,উপজেলায় বিধি নিষেধ বাস্তবায়নে বিগত ০৩ দিনে (১-৩ জুলাই পর্যন্ত) ৪১টি মামলায় ৪৬ জন ব্যক্তিকে ১৫ হাজার ২’শ ৫০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।
লকডাউন বাস্তবায়ন,স্বাস্থ্যবিধি নিশ্চিত করাসহ জনসচেতনতা বৃদ্ধির লক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলাদেশ পুলিশ বিভাগ এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বহিনীর যৌথ সহযোগিতায় মহাসড়কে চেকপোস্ট স্থাপনসহ বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত রয়েছে।
Posted ৪:০২ অপরাহ্ণ | শনিবার, ০৩ জুলাই ২০২১
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি