| বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০
নিজস্ব প্রতিবেদক ।।
“ফুড ফর হাঙ্গেরী এ্যানিমেলস” ¯েøাগানে মহামারী করোনায় ভাইরাসে খাদ্য সংকটে পড়া অভুক্ত প্রাণীদের মুখে খাবার তুলে দিল রাজধানী ঢাকার কেরানীগঞ্জের তরুণরা। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল ৫টার দিকে পিস ফোরামের আহবায়ক শান্তিবাদী জসিম উদ্দীন রাজার নেতৃত্বে কেরানীগঞ্জের বিভিন্ন স্থানে অভুক্ত প্রাণীদের এসব খাবার বিতরণ করেন দলটির মিজানুর রহমান মিজান, সৈয়দ সেলিম, দাস্তগীর আহম্মেদ রিফাত, নুর ইসলাম, হাসেম, জসিম উদ্দিন ও মো: কাশেম। ওই সময় তারা কালিন্দী ইউনিয়ন ও শুভাঢ্যা ইউনিয়ন এর বিভিন্ন রাস্তায় ঘুরে ঘুরে ৫০টি কুকুরের মাঝে রান্নাকৃত খাবার বিতরণ করা হয়।
করোনার এ কঠিন পরিস্থিতিতে অভুক্ত প্রাণীদের খাবার বিতরণ বিষয়ে পীস ফোরামের আহবায়ক শান্তিবাদী রাজা জানান, ইয়াংস্টার কমিউনিটি বাংলাদেশ এর পঞ্চগড়ের তেঁতুলিয়া ইয়াংস্টার কমিউনিটির চলমান কার্যক্রম দেখে আমরা অনুপ্রাণিত হয়ে উদ্যোগটি নিই। তাছাড়া করোনা কারণে মানুষের পাশাপাশি প্রাণীকুলও খাদ্য সংকটের মুখে। তাই খাদ্য সংকটে পড়া অবলা এসব প্রাণিদের খাদ্য দিয়ে বাঁচিয়ে রাখা তো আমাদেরই কর্তব্য।
খাদ্য সংকটে পড়া রাজধানীর কেরানীগঞ্জের অভুক্ত প্রাণীদের খাদ্য সহযোগিতা করায় আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ইয়াংস্টার কমিউনিটি বাংলাদেশ এর আহবায়ক শাহজাহান শাহীম ও মহা সচিব এস কে দোয়েল। এভাবেই দেশের সকল জেলা-উপজেলা-ইউনিয়ন ও পৌরসভার জনপ্রতিনিধি, সমাজের বিত্তশালীদের করোনায় দূর্ভোগে মানুষদের পাশাপাশি প্রাণীদেরও খাদ্য ব্যবস্থা করার বিশেষ অনুরোধ জানান তারা।
Posted ৪:১২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি