প্রথম দৃষ্টি ডেস্ক : | শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০২০
প্রতীকী ছবি
মহামারি করোনায় থেমে নেই মৃত্যু। নতুন করে মৃত্যু হয়েছে ২০ জনের।গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এক হাজার ১৬৩ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা এখন ৫ লাখ ৭ হাজার ২৬৫ জন।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সময়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭ হাজার ৩৯৮ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ১১৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৪৮ হাজার ৮০৩ জন।
বৃহস্পতিবার দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিলো ১৯ জনের। শনাক্ত হয়েছিলেন এক হাজার ২৩৪ জন।
গত বুধবার মহামারি এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিলো ৩০ জনের। শনাক্ত হয়েছিলেন এক হাজার ৩৬৭ জন।
গত ০৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা ভাইরাসে আক্রান্তের খবর পাওয়া যায়। আর ১৮ মার্চ এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর খবর জানায় আইইডিসিআর।
Posted ১:০২ অপরাহ্ণ | শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি