তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি : | বৃহস্পতিবার, ০৮ জুলাই ২০২১
সরকারি জায়গায় অবৈধভাবে গড়ে উঠা স্থায়ীভাবে দু’শ দোকান স্থানান্তর করেছে তেঁতুলিয়া উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে তেঁতুলিয়া-বাংলাবান্ধা জাতীয় মহাসড়কে বাংলাবান্ধা বিজিবি ক্যাম্প সংলগ্ন, সিপাইপাড়া ও তিরনইহাট ৩টি বাজারের ২ শতাধিক দোকান স্থায়ী ঠিকানায় স্থানান্তর করে প্রশাসন।
দেশের অন্যতম বৃহৎ ও একমাত্র চর্তুদেশীয় বাণিজ্যকেন্দ্র বাংলাবান্ধা স্থলবন্দর এবং ইমিগ্রেশন চেকপোস্ট। উক্ত স্থলবন্দর ব্যবহার করে প্রতিদিন আমদানি-রপ্তানীকৃত সহস্রাধিক পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহন এনএইচ-২ লেভেলের এই মহাসড়কটি দিয়ে সার্বক্ষণিক দ্রæত গতিতে চলাচল করে থাকে।
এরকম পরিস্থিতিতে মহাসড়কের ধারে কিঞ্চিত পরিমাণ জায়গা থাকে না পথচারী ও যানবাহন দাড়ানোর। এই তিনটি বাজারে পার্শ্ববর্তী স্থানে সরকারি হাটে জায়গায় দোকান করার জন্য পর্যাপ্ত অবকাঠামো হাটশেড ওয়াশব্লক থাকলেও ব্যবসায়ীরা তাদের সুবিধামত রাস্তার ধারেই গড়ে তোলে দোকানপাট। এতে সড়ক দূর্ঘটনা প্রচন্ড রকম আশঙ্কায় চলাফেরা করতে হয়।
এরই প্রেক্ষিতে চলমান করোনা পরিস্থিতি বিবেচনায় হাট-বাজারে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব নিশ্চিত করার লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলাবান্ধা, সিপাইপাড়া ও তিরনই বাজারে রাস্তার উভয় পার্শ্বে থাকা প্রায় ২ শতাধিক দোকান পার্শ্ববর্তী স্থায়ী সরকারি হাট শেডের ফাকা জায়গায় স্থানান্তর করা হয়।
এ সময় উপস্থিত থেকে হাটে নির্ধারিত জায়গা দোকানদারদের বুঝিয়ে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান, নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা, সহকারি কমিশনার (ভূমি) মাসুদুল হক, মডেল থানার অফিসার ইনচার্জ আবু ছায়েম মিয়াসহ স্থানীয় ইউপি চেয়ারম্যান কুদরত ই খুদা মিলন ও রফিকুল ইসলাম প্রমুখ।
Posted ১১:২৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ জুলাই ২০২১
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি