| মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০
প্রথম দৃষ্টি ডেস্ক :
বিশ্বব্যাপি মহামারি করোনা ভাইরাস করোনা প্রকোপে স্টাফদের উপহার দিলেন প্রথম দৃষ্টির প্রকাশক।করোনা ভাইরাসের প্রভাবে বন্ধ হয়ে গেছে বিভিন্ন গণমাধ্যম, এই সংকটময় সময়েও কাজ করে যাচ্ছে অনলাইন নিউজ পোর্টাল দৈনিক প্রথম দৃষ্টি।এই দূর্যোগ মুহুর্তে বিশেষ সচেতনতা তৈরিতে কর্মরত অফিস স্টাফদের বাসায় থেকে কাজ করতে বলা হয়েছে।সেই সাথে তাদের মাঝে বিশেষ খাদ্য উপকরণ উপহার হিসেবে প্রদান করেছেন প্রথম দৃষ্টির প্রকাশক মাসুদ করিম সিদ্দিকী।
প্রকাশকের পক্ষে মঙ্গলবার উপহার এসব খাদ্য সামগ্রী বিতরণ করেছেন পত্রিকাটির সম্পাদক এস কে দোয়েল ও অফিস ব্যবস্থাপনা সম্পাদক নিসা আলী।
প্রকাশক মাসুদ করিম সিদ্দিকী বলেন, প্রথম দৃষ্টি পরিবারের কেউ এই মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত না হয়, সেদিক বিবেচনা করে বাসায় থেকে কাজ করতে বলা হয়েছে।আর সকলের সচেতনতা বৃদ্ধি অবলম্বন করে দায়িত্ব পালন করতে পারে। সেই সাথে তাদের পরিবারে প্রথম দৃষ্টির পক্ষ থেকে সাধ্যমত কিছু খাদ্য উপহার সামগ্রী প্রদান করেছি।
Posted ২:৫৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি