তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি : | মঙ্গলবার, ০৬ এপ্রিল ২০২১
‘স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরি, করোনা বিস্তার রোধ করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষে মাস্কআপ ক্যাম্পেইন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
মঙ্গলবার (৬ এপ্রিল) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা’র নেতৃতে বাংলাবান্ধা জিরোপয়েন্ট থেকে শুরু করে উপজেলা সদর হয়ে দেবনগর পর্যন্ত প্যারোডি গানের মাধ্যমে উদ্বোধন করা হয় এ মাস্কআপ ক্যাম্পেইন কর্মসূচি।
উপজেলা শিল্পকলা একাডেমীর কয়েকজন শিল্পীকে সঙ্গে নিয়ে হ্যান্ড মাইকে প্যারোডি গানের সুরে সুরে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলা, সামাজিক দূরুত্ব বজায় রাখা, সাবান দিয়ে হাত ধোয়াসহ জনসমাগম এড়িয়ে চলার গুরুত্ব তুলে ধরে উপজেলার বিভিন্ন হাটবাজারে হেটে হেটে লোকজনকে সচেতন করণ ও মাস্ক বিতরণ করা হয়।
এ ক্যাম্পেইনে অংশ নেন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মো. আবুল কাশেম, সমাজসেবা কর্মকর্তা আবদুর রাকিব, মডেল থানার ওসি আবু সায়েম মিয়াসহ সঙ্গীয় ফোর্স ও প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
মাস্ক ক্যাম্পেইন উদ্যোগ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা বলেন, করোনা সংক্রমন প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই। শুধু শাস্তি বা আইন প্রয়োগ করে নয়, জনগণের মাঝে স্বত্ব:স্ফূর্ত গণসচেতনতা বাড়াতে মাস্ক বিতরণের পাশাপাশি প্যারোডি গানের সাথে স্বাস্থ্যবিধি মেনে চলার বার্তা জনগণের মাঝে পৌছে দেয়ার লক্ষে এই মাস্কআপ ক্যাম্পেইন কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। #
Posted ১:০৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৬ এপ্রিল ২০২১
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি