পঞ্চগড় প্রতিনিধি:
বিশ্বজুড়ে মহামারি আকার ধারণ করা করোনাভাইরাসের কারণে পঞ্চগড়ের কর্মহীন হয়ে পড়া প্রায় তিন শতাধিক গরীব, অসহায় ও নিম্নবিত্ত পরিবারের মাঝে ডিম ও দুধ বিতরণ করেছে পৌর আওয়ামী লীগ, পঞ্চগড়।
রোববার (১৯ এপ্রিল) সকালে ৪ নং ওয়ার্ড আ.লীগের আয়োজনে পঞ্চগড় উচ্চ বিদ্যালয় মাঠে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই দ্রব্যসামগ্রী বিতরণ করেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ও পৌর আ.লীগের সভাপতি কাজী আল তারিক।
তিনি বলেন, চলমান পরিস্থিতিতে গরীব ও হত-দরিদ্ররা কর্মহীন হয়ে পড়ায় খাদ্য সংকটে রয়েছে তাদের পরিবার। এ অবস্থায় পরিবারের বয়স্করা পুষ্টিকর খাবার থেকে বঞ্চিত হচ্ছে। তাই পৌর আ.লীগ এই উদ্যোগ নিয়েছে। এই বিতরণ কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর উজ্জল, পৌর কৃষক লীগের সাধারণ সম্পাদক ধনবতী রায় সুবাস, ওয়ার্ড আ.লীগের সভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক রমজান আলী প্রমূখ।