| বুধবার, ০৬ মে ২০২০
চট্টগ্রাম(উত্তর)প্রতিনিধিঃ
করোনা ভাইরাসে উদ্ভূত পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া কলেজ স্টাফদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ ছাত্রলীগ নেতা এম এইচ সুমন।
মহসিন কলেজের অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র এম এইচ সুমন নিজের ঈদের বাজেটের টাকা দিয়ে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে ।
মঙ্গলবার (৫ মে) মহসিন কলেজ এলাকায় ছাত্রনেতা এম এইচ সুমন নিজের ঈদের বাজেটের টাকা দিয়ে উপহার সামগ্রী বিতরণ করলেন মহসিন কলেজের বিভিন্ন স্টাফদের মাঝে।
দেশে করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করায় অঘোষিত রয়েছে লকডাউন এমতাবস্থায় দেশের মধ্যবিত্ত কিছু পরিবারের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী যোগান দেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে এই অবস্থায় চট্টগ্রাম নগরীর মহসিন কলেজ এর স্টাফ দের মাঝে নিজের সুখ গুলো বিলিয়ে দিলেন ঈদের বাজেটের টাকা দিয়ে নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও ইফতার সামগ্রী নিয়ে গরীব ও মধ্যবিত্ত পরিবারের পাশে দাড়ালেন মহসিন কলেজ ছাত্রলীগ নেতা সুমন।
বিশ্বব্যাপী (কোভিড-১৯) এর থাবায় যখন মানুষ ঘর থেকে বের হতে পারছেনা এবং অসহায় হয়ে পড়েছে সাধারণ মানুষ। এসময় মহসিন কলেজ ছাত্রনেতা সুমন নিজের কলেজের কথা চিন্তা করে স্টাফদের মাঝে উপহার সামগ্রী পৌঁছে দেয় । তখনই ছাত্রনেতা সুমন এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বলে জানিয়েছেন অসহায় সাধারণ মানুষজন।
Posted ২:০৫ পূর্বাহ্ণ | বুধবার, ০৬ মে ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি