| বুধবার, ০৮ জুলাই ২০২০
দৌলতপুর(কুষ্টিয়া) প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় প্রতিবেদন লেখা পর্যন্ত ৯শ’১৪ টি নমুনা পরীক্ষা করে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় রিপোর্ট পাওয়া গেছে ৮শ’৮২ জনের। বাকিদের রিপোর্ট এখনও হাতে এসে পৌছায়নি উপজেলা স্বাস্থ্য প্রশাসনের।
৮শ’৮২ টি প্রাপ্ত রিপোর্টের মধ্যে ৮ জুলাই বুধবার পর্যন্ত পজেটিভ অর্থাৎ করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা দাড়িয়েছে ১০৬ জনে।
আক্রান্তদের মধ্যে ৬১ জন আরোগ্য পেয়েছেন। অর্থাৎ ২য় পরীক্ষায় তাদের রিপোর্ট নেগেটিভ এসেছে। আক্রান্ত অবস্থায় আইসোলেশনে রয়েছেন ৪৪ জন। মারা গেছেন ১ জন আক্রান্ত ব্যাক্তি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌহিদুল হাসান এসব তথ্য নিশ্চিত করে সবাইকে সচেতন থেকে করোনা মোকাবিলার আহ্বান জানান।
Posted ১০:২৫ পূর্বাহ্ণ | বুধবার, ০৮ জুলাই ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি