| রবিবার, ২১ জুন ২০২০
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃশনিবার(২০ জুন)কুড়িগ্রামে রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের তিস্তা নদীর পানি বৃদ্ধির স্রোতে ভাঙ্গন কবলিত বিদ্যানন্দ ইউনিয়নের রামহরি, চতুরা, মন্দির, পাড়ামৌলা, রতি, গাবুর হেলান, তৈয়বখাঁ ও চর বিদ্যানন্দ এলাকা পরিদর্শন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম।এসময়ে জেলা প্রশাসক বসত ভিটামাটি হারানো প্রতিটি পরিবারের জন্য সরকারের ত্রাণ সহযোগীতা চলমান থাকবে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে সেই পানির স্রোতের ধাক্কায় বেশ কিছু বাড়ী তিস্তার গর্ভে বিলিন হয়েছে আবার কেউ বসত ভিটা হারিয়ে বাধের রাস্তার পাশে ঘড়বাড়ী সরিয়ে নিয়েছে। ভাঙ্গনের খবর বিভিন্ন গণ্যমাধ্যমে প্রকাশিত হলে গত১৯ জুন বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা বসত ভিটা হারা মানুষের খোঁজখবর নিয়েছেন। পরিদর্শনকালে সঙ্গে ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার মোহা: যোবায়ের হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পী,এসিল্যান্ড আকলিমা বেগম,বিদ্যানন্দ ইউপি চেয়ারম্যান মো: তাজুল ইসলাম প্রমুখ।
Posted ৯:৫২ পূর্বাহ্ণ | রবিবার, ২১ জুন ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি