| রবিবার, ০৭ জুন ২০২০
নাসিম আহমেদ রিয়াদঃ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া শতাধিক মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে ফ্যাশন ফিট সু ষ্টোর।
উপজেলার ঘাঘর বাজারে বে এর শো-রুমে বসে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতিষ্ঠানটির পরিচালক উজ্জল দাস এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন।
ফ্যাশন ফিট সু ষ্টোরের পরিচালক উজ্জল দাস বলেন, আমার ব্যবসার লাভের একটি অংশ দিয়ে কর্মহীন হয়ে পড়া শতাধিক মানুষদের মাঝে চাল, ডাল, তেল, লবণ, চিনি, পেঁয়াজ, আলুসহ খাদ্যসামগ্রী বিতরণ করলাম। আমি আগামীতেও আমার ব্যবসার লাভের একটি অংশ মানবতার সেবায় ব্যয় করবো।
Posted ৩:৫২ অপরাহ্ণ | রবিবার, ০৭ জুন ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি