তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি : | শনিবার, ১০ জুলাই ২০২১
করোনা ভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধকল্পে সরকারের নিদের্শনা অমান্য করে কোরবানির পশুর হাট বসানোর পূর্ব প্রস্তুতি গ্রহণে শালবাহান হাট ইজারাদারকে ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।
শনিবার (১০ জুলাই) সকালে সরকার কর্তৃক আরোপিত বিধি নিষেধ অমান্য করে আসন্ন পবিত্র ঈদ উল আযহাকে কেন্দ্র করে শালবাহান দাখিল মাদ্রাসা মাঠে কোরবানির পশুর হাট বসানোর পূর্ব প্রস্তুতি গ্রহণ করছিলেন শালবাহান হাট ইজারাদার। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এ দন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দ্র সাহা।
এছাড়া অপর একজন ব্যক্তিকে স্বাস্থ্যবিধি না মানার দায়ে ৫০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এ সময় স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
Posted ৬:৫৫ পূর্বাহ্ণ | শনিবার, ১০ জুলাই ২০২১
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি