| মঙ্গলবার, ০৫ মে ২০২০
খালিয়াজুরী ( নেত্রকোণা) প্রতিনিধিঃ
করোনা ভাইরাস প্রাদুর্ভাবে নেত্রকোণার খালিয়াজুরী উপজেলায় স্বেচ্ছাসেবী দুঃস্থ ভিডিপি সদস্যদের মাঝে ত্রাণ বিতরণ করেছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। সোমবার (৪মে) দুপুরে সদর উপজেলার কোর্ট ভবন এলাকায় সামাজিক দূরত্ব বজায় রেখে তিনশত স্বেচ্ছাসেবী ভিডিপি সদস্যদের মাঝে এই ত্রাণ বিতরণ করা হয়।
ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল, চাল ৫কেজি, ডাল ১কেজি, তেল ১লিটার, আলু ২কেজি, পেঁয়াজ ১কেজি, সাবান ১টিসহ অন্যান্য ত্রাণ সামগ্রী।
ত্রাণ বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,অাটপাড়া অানসার ভিডিপি প্রশিক্ষক দেলোয়ার হোসেন, খালিয়াজুরী উপজেলা উপজেলা প্রশিক্ষক মোফাজ্জল হোসাইন খালিয়াজুরী উপজেলা প্রেসক্লাব সভাপতি শফিকুল ইসলাম তাং, প্রেসক্লাব সাধারন সম্পাদক স্বাগত সরকার শুভ,উপজেলা নির্বাহী অাফিসারের প্রতিনিধি তরিকুল ইসলাম প্রমুখ।
এ সময় খালিয়াজুরী উপজেলা অানসার ভিডিপি প্রশিক্ষক মোফাজ্জল হোসাইন বলেন প্রধানমন্ত্রীর নির্দেশে আনসার-ভিডিপি মহাপরিচালকের তত্ত্বাবধানে সারাদেশের ৪৯২টি উপজেলায় এ ত্রাণ বিতরণ শুরু হয়েছে। ইতোমধ্যে নেত্রকোণা জেলার ১০টি উপজেলায় ৩হাজার পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ উদ্ধোধন করেছেন জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক ও জেলা কমান্ড্যান্ট জিয়াউল হাসান।
Posted ১:২০ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৫ মে ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি