| রবিবার, ০৩ মে ২০২০
খালিয়াজুরী (নেত্রকোনা) প্রতিনিধি :
নেত্রকোনা জেলার খালিয়াজুরীতে গরু চুরির ঘটনায় হাবু মিয়া( ৪০) ও হৃদয় মিয়া(২০)নামে দুই জন গরু চোরকে আটক করেছে খালিয়াজুরী থানার পুলিশ। গত শুক্রবার রাতে গাজীপুর ইউনিয়নের বয়রা গ্রামের পাশে নদী পথে মোবাইল চেকপোস্ট ডিউটি করার সময় খালিয়াজুরী থানার পুলিশ ওই দুই গরু চোরকে আটক করে এবং একটি ইঞ্জিন চালিত ট্রলার ও ছয়টি গরু উদ্ধার করে। ধৃত গরু চোর হাবু মিয়া কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার রায়টুটী গ্রামের আব্দুল গফুরের ছেলে ও মোঃহৃদয় মিয়া একই এলাকার আবুল কাসেমের ছেলে। এ ব্যাপারে কিশোরগঞ্জ জেলার ইটনা থানা ও তাড়াইল থানায় পৃথকভাবে দুটি মামলা দায়ের করা হয়েছে।
খালিয়াজুরী থানার অফিসার ইনচার্জ এটিএম মাহমুদুল হক বলেন নদী পথে মোবাইল চেকপোস্ট ডিউটি করার সময় খালিয়াজুরী থানার এসআই রফিকুল ইসলাম অভিযান চালিয়ে দুই চোরকে আটক করে এবং একটি ট্রলার ও ছয়টি গরু উদ্ধার করে। গরু ও ট্রলার ইটনা ও তাড়াইল থানায় হস্তান্তর করা হয়েছে।।
Posted ১:২০ অপরাহ্ণ | রবিবার, ০৩ মে ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি