| শুক্রবার, ১০ এপ্রিল ২০২০
অমৃত চন্দ্র দাস( নেত্রকোনা) : নেত্রকোনা জেলা খালিয়াজুরী উপজেলার সদর ইউনিয়নের লক্ষীপুর গ্রামটি প্রথম লকডাউন ঘোষণা করে।
খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম আরিফুল ইসলাম জেলা প্রশাসকের নির্দেশে এই ঘোষণা দেন । নারায়ণগঞ্জ থেকে ২৬ জন আসছে এমন খবর জানতে পারে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ, পরে বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের সাথে আলোচনার মাধ্যমে খালিয়াজুরী উপজেলা প্রশাসন ও খালিয়াজুরী থাকা পুলিশ লকডাউনের সিদ্ধান্ত নেয় ৯ এপ্রিল( বৃহস্পতিবার)।
লকডাউনে থাকা গ্রামটি সম্পর্কে ইউএনও বলেন, পুলিশ ও প্রশাসন তাদের জন্য যথাযত ব্যবস্থা গ্রহন করবে।
ইউএনও নিজেই মাইকিং করে সবাই কে সচেতন করেন। এবং লকডাউনে থাকার করনীয় নির্ধারন করেন। বাজারে, বাড়ির বাহিরে, এমনকি গ্রামের বাহিরে কোথাও যাওয়া যাবে না। প্রয়োজনে পুলিশ বাড়িতে আসবে। এক জন অন্য জনের বাড়ি যাওয়া থেকে বিরত থাকতে অনুরোধ করেন ইউএনও এ এইচ এম আরিফুল ইসলাম।
Posted ২:০৪ পূর্বাহ্ণ | শুক্রবার, ১০ এপ্রিল ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি