| মঙ্গলবার, ১৯ মে ২০২০
রবিউল, তেরখাদা সংবাদদাতা:
খুলনার তেরখাদা উপজেলার কুশলা গ্রামের কৃষক হেলাল মোল্যার ধান ক্ষেত থেকে গতকাল সকালে বিলুপ্তপ্রায় প্রজাতির দুইটি বন বিড়াল শাবক কে উদ্ধার করেছে স্থানীয় সেচ্ছাসেবী সংগঠন “তেরখাদা ইয়াংস্টার কমিউনিটি” এর কর্মীরা ।
সূত্র মতে জানা যায়, কৃষক হেলাল মোল্যার ধান ক্ষেতে বসবাসরত বন বিড়াল শাবক দুটিকে দেখতে পেয়ে স্থানীয় জনতা হত্যার চেষ্টা করে। এসময় “তেরখাদা ইয়াংস্টার কমিউনিটি” এর কর্মীরা এগিয়ে গিয়ে তাদেরকে রক্ষা করে। পরে তারা শাবক দুটোকে নিজেদের হেফাজতে রেখে খুলনা বন বিভাগকে খবর দেয়।
খুলনা বন বিভাগের বিভাগীয় ফরেস্ট অফিসার মোঃ মদিনুল আহসান বিলুপ্তপ্রায় প্রজাতির বন বিড়াল শাবক দুইটি কে সংগ্রহের ব্যবস্থা করেন এবং উদ্ধারকারীদেরকে ধন্যবাদ জানান।
আজ তেরখাদা ইয়াংস্টার কমিউনিটি এর প্রতিষ্ঠাতা পরিচালক লস্কর ইসতিয়াক আহমেদ (লিমন) শাবক দুইটিকে খুলনা বিভাগীয় বন্য প্রানী সংরক্ষক কর্মীদের হাতে তুলে দেন। এসময় তিনি বিভাগীয় ফরেস্ট অফিসার মোঃ মদিনুল আহসান ও খুলনা বন বিভাগের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
তিনি বলেন বন্য প্রাণী আমাদের পরিবেশের অংশ। এদের সংরক্ষণের মাধ্যমে আমরা পরিবেশ বিপর্যয় রুখতে পারি। বন্য প্রাণীদের প্রতি আমাদের সহানুভূতিশীল হতে হবে। এদের আবাসস্থল সংরক্ষণ, প্রজনন ও বংশবিস্তারে আমাদের সচেতন ও যত্নশীল হতে হবে।
এসময় তিনি ও তার সহযোগী কর্মী রেজা, সোহাগ লস্কর, পিটু, তনু,হীরক সহ সকলকে ধন্যবাদ জানান।
এ ঘটনায় সংগঠনটির উপদেষ্টামন্ডলী লিমনসহ সবাইকে শুভেচ্ছা জানান। অন্যতম উপদেষ্টা এস এম শওকত আলী বলেন তরুণ স্বেচ্ছাসেবকদের সুবুদ্ধির কারণেই আজ প্রাণী দুটো বেঁচে গেলো। তিনি তাদেরকে বিশেষভাবে প্রণোদনা দেন। সংগঠনের আরেকজন উপদেষ্টা আব্দুল্লাহ আল মাহাদী বলেন, তরুণদের এই উদ্যোগটি প্রাণীদের ব্যাপারে ভালোবাসা জন সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।
Posted ৩:০০ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৯ মে ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি