পঞ্চগড় প্রতিনিধি | বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২১
গ্রাম আদালত আইন ও জেন্ডার সংবেদনশীলতা বিষয়ে গণমাধ্যম প্রতিনিধিবৃন্দের সাথে অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ ফেব্রæয়ারি) পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিন এই সভার উদ্বোধন করেন।
পঞ্চগড় জেলা প্রশাসনের সহযোগীতায় বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করন (২য় পর্যায়) প্রকল্পের আওতায় গ্রাম আদালতের প্রয়োজনীয়তা বিষয়ে সভাটি আয়োজন করা হয়। জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এতে অংশগ্রহন করে।
এসময় পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাদ জাহানের সভাপতিত্বে, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল মান্নান বক্তব্য প্রদান করে। বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করন প্রকল্পের জেলা সমন্বয়কারী পঞ্চগড় আমির হোসেন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সভায় বিষদ বিষয়ে প্রজেক্টরে তুলে ধরেন।
এ সময় সাংবাদিকদের বিভিন্ন বিষয়ে প্রশ্নের উত্তর দেন সভার সভাপতি আজাদ জাহান। জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ৫০ জন সাংবাদিক সভায় অংশগ্রহন করে।
Posted ১২:২৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২১
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি