| মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০
ডেস্ক :
দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ১১০ জনে দাঁড়ালো। গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত করা হয়েছে। ফলে দেশে এখন করোনা আক্রান্তের মোট সংখ্যা বেড়ে ৩ হাজার ৩৮২ জন হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ জন। মোট সুস্থ এখন ৮৭ জন।
মঙ্গলবার (২১ এপ্রিল) করোনা পরিস্থিতি নিয়ে সরকারের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) এর ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিয়মিত বুলেটিনে সংযুক্ত হয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
Posted ১০:৪০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি