রাকিবুল হাসান আদমদীঘি (বগুড়া) : | মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২০
দেশে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনার বিচার না হওয়ায় বিচারহীনতার সংস্কৃতি গড়ে উঠেছে। এ কারণে একের পর এক বর্বরোচিত ঘটনা ঘটে চলেছে। বগুড়ার সান্তাহারে মঙ্গলবার বিকেলে ৪ টায় দেশজুড়ে ঘটে যাওয়া এই নির্যাতনের সুষ্ঠু বিচারের দাবি ও ধর্ষকের ফাসি চেয়ে সাধারণ ছাত্র-জনতা সম্মিলিতভাবে সান্তাহার রেইলগেইট এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন।
মঙ্গলবার বিকেল ৪ টায় সান্তাহার রেলগেইটে সাধারণ ছাত্র-জনতা সম্মিলিত ভাবে একত্রিত হয়ে সম্পন্ন করেন এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ধটে যাওয়া নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এক হন আদমদিঘী উপজেলার সাধারণ ছাত্র-জনতা। শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়া এই মানববন্ধনে সরকারের প্রতি সাধারণ জনগণের দাবি ছিলো ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি, এবং নারী নির্যাতন ও ধর্ষন প্রতিরোধে যথাযথ ব্যবস্থা গ্রহনের কার্যকরী পদক্ষেপ।
Posted ১:৩৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি