| রবিবার, ০৩ মে ২০২০
বিধান চন্দ্র রায়, গোপালপুর (টাংগাইল) প্রতিনিধিঃ
গোপালপুর উপজেলা জোত আতাউল্লা ও দৌলতপুর গ্রামে করোনা ভাইরাসের প্রভাবে লকডাউনের কারনে গৃহবন্দী হয়ে পড়া খেটে খাওয়া অসহায় হতদরিদ্রের মাঝে খাদ্য সামগ্রী বিতারণ করা হয়।
জানাযায়,শনিবার সকালে দৌলতপুর গ্রামে উপজেলা ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হকের নিজ ভবন প্রাঙ্গণ থেকে রফিকুল ইসলাম লাভলু মাস্টার (বড়শিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক) এর নিজ অথর্য়ানে একশ পরিবার মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় । এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, উপজেলা যুবলীগের ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম গোপালপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ফিরোজ খান সদস্য-আহ্বায়ক কমিটি গোপালপুর উপজেলা ছাত্রলীগ অমিত হাসান
Posted ৮:১২ পূর্বাহ্ণ | রবিবার, ০৩ মে ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি