| শনিবার, ২০ জুন ২০২০
বিধান চন্দ্র রায়,গোপালপুর টাংগাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হাদিরা ইউনিয়নের বন্দে আজগড়া গ্রামের মো. হাজী আব্দুল মান্নান এর স্ত্রী জোবেদা খাতুন (৮০) বিদ্যুতের পিষ্ট হয়ে ১২.৩০ মিনিটে মারা যান।
জানা যায়, বাড়ির পানি পাশেই সেচের মটররের টিবল চাপ দিতে গেলে, বিদ্যুতে পৃষ্ঠ হয়ে সামনে পানির হাউজে পড়ে যায়। তৎক্ষণাৎ পাশের নরিল্যা গ্রামের ডাক্তারের কাছে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে গোপালপুর থানার তদন্ত অফিসার কাইয়ুম খান সিদ্দিকী জানান নিজেদের মোটারে, অসতর্কতা অবলম্বনের জন্য দুর্ঘটনা দুর্ঘটনা ঘটে, কোন অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশটির দাফন করার অনুমতি দেওয়া হয়েছে।
Posted ৪:০০ অপরাহ্ণ | শনিবার, ২০ জুন ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি